স্টাফ রিপোর্টার ॥ চোরে না শুনে ধর্মের কাহিনী। তাদের কাছ থেকে মসজিদ-মন্দির কিছুই বাদ যায় না। বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান চুরি করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে গিয়েও চুরি করছে চোরের দল। গতকাল রবিবার কোর্ট মসজিদে যোহরের নামাজ পড়তে যান সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের বাসিন্দা আজমিরীগঞ্জ উপজেলার সাবেক পরিবার পরিকল্পনা অফিসার আব্দাল চৌধুরী। তিনি মসজিদে অযু শেষে ভেতরে যান এবং সাথে থাকা মূল্যবান জিনিসপত্র একটি স্থানে রাখেন। জামাত পড়ার সময় এক চোর সরাসরি মসজিদে প্রবেশ করে আব্দাল চৌধুরীর মূল্যবান জিনিস এবং তার চাকরির মূল সার্ভিস বই ইএলসিপি, ছুটির হিসাব বিবরণী, ফ্রিক্সেশন ফরমের মূলকপি নিয়ে যায়। যা সিসিটিভি ফুটেজে স্পট দেখা যায়। এ বিষয়ে তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-৯০৩।