শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জে পল্লীবিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আজ সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬
  • ৪১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ভেলকীবাজী ও অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার কারনে সাধারণ মানুষের মধ্যে পল্লীবিদ্যুতের প্রতি তীব্র অসন্তোষ বিরাজ করছে। যে কোন সময় সাধারণ গ্রাহকরা ফুসে উঠে বিদ্যুতের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলবেন বলে জানিয়েছেন গ্রাহকরা।
জানা যায়, হবিগঞ্জ পলীবিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের অধীনে নবীগঞ্জ উপজেলা ৩৫৫টি গ্রামে প্রতিদিনই পল্লীবিদ্যুতের ভেলকীবাজী ও ঘন ঘন লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। এতে একদিকে চলতি এইচ এস সি পরীক্ষার্থীদের যেমন পরীক্ষার প্রস্তুতিতে বিরাট ক্ষতি হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীসহ অন্যান্য শ্রেনীপেশার মানুষ পড়েছেন বিপাকে। একদিন দুদিন নয় পলীবিদ্যুতে ভেলকীবাজী, অনিয়ম ও সেচ্ছাচারিতা এখন নবীগঞ্জের মানুষের নিয়মিত সমস্যায় পরিনত হয়েছে। এছাড়া দীর্ঘ প্রায় ৬ মাস যাবত সপ্তাহে শুক্র ও শনিবার লাইনে নতুন কাজ ও পুরাতন কাজ পরিবর্তনের অজুহাতে সকাল থেকে বিকাল পর্যন্ত নবীগঞ্জবাসীকে বিদ্যুত বিচ্ছিন্ন রাখা হচ্ছে। সুস্পষ্ট কোন কারন ছাড়াই প্রতিদিন বিদ্যুতে এমন ভেলকীবাজী  ও লুকোচুরি খেলায় জনমনে বাড়ছে তেবশাভ। এ জন্য কর্তৃপক্ষে উদাসীনতা, দায়িত্বহীনতা ও মান্দাতা আমলের বিদ্যুৎ বিতরন ব্যবস্থাকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা। খোজ নিয়ে জানা যায়, এটা লোডশেডিং নয় বিদ্যুৎ বিভ্রাট। সাধারনত বৃষ্টি বাদল বা ঝড় বৃষ্টির দিনে এমন বিভ্রাট দেখা দেয়। কিন্তু চৈত্র মাসের তীব্র তাপদাহের এমন পরিবেশে বিদ্যুত বিভ্রাটের বিষয়টি একবারেই নতুন। আর নবীগঞ্জে বিদ্যুত বিভ্রাটের ঘটনা এখন নবীগঞ্জের নিত্য দিনে ঘটনা। কোন কোন সময় এক মিনিটের ব্যবধানে দুইবার ঘটে এমন ঘটনা। অনেক ব্যবসায়ীদের বিদ্যুৎ দ্বারা চালিত মেশিন বন্ধ থাকে এবং লোডশেডিংয়ের কারনে নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। যে কোন সময় কোন দূর্ঘটনা ও ঘটার আশংকা করেছেন  ভূক্তভোগীরা। ভুক্তভোগী ও ব্যসায়ীদেরও অভিযোগ লোডশেডিং না থাকার পরও এমন বিদ্যুত বিভ্রাটের ঘটনা কতর্”পরে চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।
এরই প্রতিবাদে আজ  রবিবার সকাল ১১ টার সময় নবীগঞ্জের সর্বস্তরের জনসাধারনের উদ্যোগে মৌন মিছিল সহকারে বাজার প্রদক্ষিন করে পল্লীবিদ্যুত অফিসে স্মারকলিপি প্রদান করবেন বলে সুত্রে জানা গেছে। এছাড়া যেকোন সময় আবারও বিদ্যুত আন্দোলনের নেতৃবৃন্দ সংগঠিতভাবে কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com