বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীর উপর হামলা অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও তাদের স্বজনদের উপর হামলার ঘটনা ঘটেছে। ইউপি মেম্বারের নিদের্শে এ হামলার ঘটনা ঘটেচে বলে আহতরা দাবী করছেন। হামলায় আহত হয়েছেন, নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের ফয়জুন নেছা (৫৫), জাফর ইকবাল (২৮), এলাই বক্স (৬০), জকাতুন নেছা (৫০), বদরুল আলম (২৯), মন্নান মিয়া (৩২), আলাউদ্দিন (৩৫),।
পরে স্থানীয়দের সহযোগিতায় এবং জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসকের সহায়তায় নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত ফয়জুন নেছাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামে বালুর স্তুপ উঠানে রাখাকে কেন্দ্র করে জকাতুন নেছা এবং আকলি বেগমের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন।
এদিকে হাসপাতালে আসা প্রতিপক্ষের লোকজনের উপর আকলি বেগমের লোকজন হামলা চালায়। হামলায় আহতদের দাবী আকলি বেগমের আত্মীয় ইসমত মেম্বারের নির্দেশনায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা জকাতুন নেছার আহত আত্মীয় স্বজনের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় ইসমত মেম্বারকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com