স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামে তামান্না আক্তার চৌধুরী (২৫) নামের দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে কদু মিয়া চৌধুরীর কন্যা ও রায়হান মিয়া চৌধুরীর স্ত্রী। গত বৃহস্পতিবার রাতে পরিবারের সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত শুক্রবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। তবে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সে মানসিক রোগী ছিল।