সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কুর্শি ইউনিয়নে যুবলীগ নেতা আব্দুল মুকিত এর বিকল্প নেই

  • আপডেট টাইম বুধবার, ৬ এপ্রিল, ২০১৬
  • ৪২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নে যুবলীগ নেতা আব্দুল মুকিতকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দিতে প্রায় দুই হাজার নেতা-কর্মীর বিশাল শোডাউন দিয়ে অর্ধশতাধিক গাড়ী বহর নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের প্রাণের দাবী, কুর্শি ইউনিয়নে আব্দুল মুকিতের বিকল্প নাই, তাকেই নৌকার প্রার্থী চাই। নবীগঞ্জের বাংলা বাজার থেকে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করে এর জোরদাবী জনানো হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জের গনমানুষের নেতা, জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খাঁন এমপি এর বাস ভবনে তাদের সাথে সাক্ষাত করে জোরদাবী জানান আওয়ামীলীগ, যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার সচেতন নাগরিক বৃন্দ। সাক্ষাৎকালে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুকিতের হাজারো সমর্থক ও নেতাকর্মীদের পক্ষে ও দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানিয়ে বক্তব্যে রাখেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রনজু দেব। এ সময় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে দলের দুই এমপি তাদের পৃথক পৃথক বক্তব্যে কুর্শি ইউনিয়নের নেতা-কর্মীদের ধন্যবাদ ও মুজিবীয় শুভেচ্ছা বিনিময় করে যুবলীগ নেতা আব্দুল মুকিতের প্রসংসা করেন এবং বলেন আপনাদের দাবীটুকু আমরা শুনলাম। তবে স্বাধীনতার প্রতীক নৌকার প্রার্থী যাকেই দেওয়া হবে উন্নয়নের দ্বারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com