রবিবার, ১৮ মে ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে শালিসে প্রতিপক্ষের সর্দারকে মারধর ॥ শালিস পন্ড শহরে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে আপন ভাই-মামার বিরুদ্ধে মামলা দায়ের শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ হবিগঞ্জের মউশিক’র মানববন্ধন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি তেলিয়াপাড়ায় সাংবাদিকের উপর হামলা ॥ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগ বিএনপির একাধিক প্রার্থী \ সুবিধাজনক অবস্থানে বর্তমান চেয়ারম্যান নজরুল

  • আপডেট টাইম রবিবার, ৬ মার্চ, ২০১৬
  • ৪৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে বড় দল গুলোর সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতিক পাওয়ার আশায় দিনরাত চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারনা। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মাঠে আছেন সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী ও আনিছুজ্জামান চৌধুরী রতন ও বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম। বি.এন.পি প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আজিজ আহমেদ মেরাজ ও সাধারণ সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, জাপা নেতা সাজিদুর রহমান সাজু, এবং সতন্ত্র প্রার্থী হিসেবে লন্ডন প্রবাসী এ কে এম ইলিয়াছ স্ব-স্ব অবস্থানে থেকে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম সুবিধাজনক অবস্থানে রয়েছেন। নজরুল ইসলামের সাথে রয়েছেন ওই ইউনিয়নের কয়েকটি গ্রামের সাধারণ জনতা। বর্তমান চেয়ারম্যান হিসেবে বিভিন্ন ভাবে জনপ্রিয়তাও অর্জন করেছেন। এ অবস্থায় দলীয় প্রতীক আর নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের জয়লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদুল হক চৌধুরী, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী একই গ্রাম পুরান গাওয়ের বাসিন্দা।
বিগত ২০১১ সালের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ৩ হাজার ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার প্রতিদ্ব›িদ্ব মোঃ মনিরুজ্জামান পেয়েছিলেন ১ হাজার ৮৪৮ ভোট। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইমদাদুল হক চৌধুরী ১ হাজার ২২৭ ভোট পেয়েছিলেন। বিগত নির্বাচনের ফলাফল এবং বিগত ৫ বছরের কার্যক্রম বিবেচনায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com