রবিবার, ২৫ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের গোলটেবিল বৈঠক

মাধবপুর পৌর নির্বাচনে মনোনয়ন পেতে প্রার্থীদের লবিং গ্র“পিং শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫
  • ৮৩৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুর প্রথম শ্রেনীর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামীগ, বিএনপি ও জাতীয় পার্টি (এরশাদ) সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে লবিং-গ্র“পিং শুরু করেছে। নির্বাচনের দিন-তারিখ ঘোষনা না হলেও নিজেকে প্রার্থী হিসাবে জানান দিতে শারদীয় দূর্গা পূজায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পূজা-মন্ডপ পরিদর্শন করেছেন। অনেকেই শারদীয় শুভেচ্ছা সম্বলিত ব্যানার, পোষ্টার সাটিয়েছেন। মাধবপুরে পুরোপুরি পৌর নির্বাচনের আমেজ বিরাজ করছে। প্রধান দু’রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি’র দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে চা-ষ্টলসহ সর্বত্র আলোচনা চলছে। অনেকেই দলীয় মনোনয়ন পেতে দলের নেতা থেকে শুরু করে কর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছে।
প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়ার প্রচেষ্টায় ১৯৯৭ সালে মাধবপুর পৌরসভা প্রতিষ্টা লাভ করে। প্রতিষ্টার পর থেকে অদ্যাবধি মেয়র পদটি আওয়ামীলীগের দখলে রয়েছে। গত নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিমকে পরাজিত করে হিরেন্দ্র লাল সাহা পৌরসভার মেয়র নির্বাচিত হন। এবার দলীয় প্রতীকে নির্বাচন ঘোষনা দেয়ার পর অনেকেই নড়েচড়ে বসেছেন। দলীয় মনোনয়ন পেতে সর্বাতœক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেতে বর্তমান মেয়র, পৌর আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল­াল হোসেন বকুল প্রচারনা চালিয়ে যাচ্ছেন। পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেন আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। শাহ মোঃ মুসলিম বলেন আমি ছাত্র জীবন থেকে সুদিন-র্দুদিনে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী। বিল­াল হোসেন বকুল বলেন দল মনোনয়ন দিলে নির্বাচন করব। তবে মাধবপুর আওয়ামীলীগে দলীয় কোন্দল দীর্ঘদিন ধরে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এ কোন্দল আরও মাথাচাড়া দিয়ে উঠেছে।
বিগত দু’টি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন হাবিবুর রহমান মানিক। এবারও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী। অপর দিকে পৌর বিএনপির সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম দলীয় মনোনয়ন চাইবেন। তবে দলীয় সিদ্ধান্তে যে মনোনয়ন পাবেন তার পক্ষেই নির্বাচন করবেন। বিগত দু’নির্বাচনে হামিদুর রহমান হামদু দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে আসছেন। মাধবপুর বিএনপির মধ্যে প্রকাশ্যে কোন কোন্দল নেই। জেলা বিএনপির সভাপতি’র সভাপতি সৈয়দ মোঃ ফয়সলের সিদ্ধান্তই এখানে চুড়ান্ত।
সম্প্রতি মাধবপুরে যুব সংহতির ঈদ পূনর্মিলনী সভায় জাপার কেন্দ্রীয় সহসভাপতি জিয়াউল হক মৃধা এমপিসহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা মাধবপুর পৌর নির্বাচনে মেয়র পদে জাপার প্রার্থী হিসাবে পৌর জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক হাজী আবুল বাশারকে প্রার্থী হিসাবে ঘোষনা দেন। এর পর থেকে তিনি মাঠে কাজ করছেন। মাধবপুর পৌরসভায় মোট ভোটার ১২৯৮৭জন।এর মধ্যে পুরুষ ভোটার ৬৭০৬জন এবং মহিলা ভোটার ৬২৮১জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com