সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নির্বাচনে না যাবার সিদ্ধান্তে অটল এরশাদ : জি এম কাদের

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩
  • ৪২৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নির্বাচনে না যাবার সিদ্ধান্তে অটল রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সাফ জানিয়ে দিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের ছোটভাই জি এম কাদের।  গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২ টায় রাজধানীর উত্তরার ৭ নং সেক্টরের ৩৩ নং সড়কের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে জি এম কাদের এসব কথা বলেন। তিনি আরও মন্তব্য করেন, নির্বাচনে যাবার বিষয়ে বৃহস্পতিবার দেওয়া কাজী ফিরোজ রশীদের বক্তব্য ভিত্তিহীন। জি এম কাদের সাংবাদিকদের বলেন, চেয়ারম্যানের অনুপস্থিতিতে আমি এবং মহাসচিব ছাড়া অন্য কেউ কথা বললে তা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, দল থেকে যখন মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়, তখনই আমি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করি। কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি। কাদের বলেন, গ্রহণ করুক বা না করুক, তাতে কিছু আসে যায় না। আমি কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে অংশ নিতে রাজী নই। মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে কাদের বলেন, দলের সিদ্ধান্ত মেনে তাৎক্ষণিক মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আর এখন নিজেকে মন্ত্রী মনে করি না। এমনকি কোনো সুযোগ-সুবিধাও গ্রহণ করছি না। বাড়ি কিংবা গাড়িতেও কোনো পতাকা উড়াই না। জি এম কাদেরের এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপার ধূম্রজাল আরো ঘনীভূত হলো। জাতীয় পার্টির নেতাকর্মীরা এখনো জানেন না, তাদের অবস্থান কী। এ নিয়ে কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com