মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তিন দিনে ৭০ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জ করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থবছরের বাজেট ঘোষণা নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাধবপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত আকাশকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রক্ষিত মালামাল নিলাম মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ॥ গ্রামজুড়ে শোকের ছায়া শায়েস্তাগঞ্জে ইন্টেক সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষকলীগ নেতা আটক শহরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলার আসামি গ্রেফতার

নবীগঞ্জের ১নং বড়ভাকৈর পশ্চিম ইউপি ছাত্রদলের কমিটি গঠন বিংকু সভাপতি, রাসেল সাধারণ সম্পাদক প্রহসনের নির্বাচন জনগণ প্রতিহত করবেই-শেখ সুজাত এমপি

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয়তাবাদী ছাত্রদল নবীগঞ্জ উপজেলার ১নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন কল্পে গত শুক্রবার বিকাল ৩ টায় জগন্নাথপুর হাইস্কুল মাঠে এক কর্মী সম্মেলন অনুষ্টিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ হারুনুর রশিদ হারুন। যুগ্ম আহবায়ক শেখ আবুল কাশেমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় শেখ সুজাত মিয়া এমপি বলেন, প্রহসনের নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। জনগণ এ প্রহসনের নির্বাচনকে প্রতিহত করবেই। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, উপজেলা যুবদলের সভাপতি এটি এম সালাম, পৌর বিএনপির প্রচার সম্পাদক রশময় শীল, দপ্তর সম্পাদক অরবিন্দু রায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমেদ, আবুল কালাম মিঠু, কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি, ছাত্রদল নেতা আবুল হাসনাত আবুল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি স্মৃতিভূষণ চৌধুরী, আব্দুল মন্নান মুন্সী, সাধারণ সম্পাদক রিপন দাশ, সাংগঠনিক সম্পাদক মানিক দাশ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি লুৎফুর রহমান, যুবনেতা রিপন দাশ, উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন চৌধুরী, শিহাব আহমেদ, জাকির হোসেন, জুবায়ের আহমেদ, জসীম উদ্দিন, শহীদুর প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বিংকু কুমার দাশকে সভাপতি, দেবুল দাশ ও নিপু পুরকায়স্থকে সিনিয়র সহ-সভাপতি, মোস্তাকিন আহমেদকে সহ-সভাপতি, রাসেল দাশকে সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন আরিফ ও রুনেল আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক, নাজমুল হোসেনকে সহ-সাধারণ ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের কমিটির (আংশিক) অনুমোদন দেয়া হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন ও ১ম যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েল উক্ত কমিটির অনুমোদন দেন। সভায় ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com