বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

বানিয়াচঙ্গে ৯ বছরের শিশু ধর্ষিত ॥ থানায় মামলা লম্পট গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫
  • ৪৭৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে ৯ বছরের শিশুকে ধর্ষণ করেছে এক লম্পট। থানায় মামলা দায়ের। লম্পট গ্রেফতার। ঘটনাটি ঘটেছে গত শনিবার বানিয়াচং সদরের সাগরদিঘীর পূর্বপাড় এলাকায়। এ ঘটনায় গতকাল সোমবার ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে বানিয়াচং থানায় নারী ও শিশু নির্যাতন  এ অভিযোগে লম্পট সাগরদীঘি দক্ষিণপাড় এলাকার আকাই উল্লার ছেলে আব্দুল মুনাফ (৪৫) কে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, সাগরদিঘীর পূর্বপাড় এলাকায় এপি চৌধুরীপাড়া (শফিক ঠাকুরের বাড়ী) তে ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছেন ধর্ষিতা শিশুর পরিবার। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রী, মা ঝি’এর কাজ করেন। বাবা রাজমিস্ত্রীর কাজের জন্য গোয়ালা বাজারে অবস্থান করছেন। মা তার মেয়েকে ঘরে রেখে ঘটনার দিন সকাল ১১টার দিকে অন্যের ঘরে কাজের জন্য যান। এ সুযোগে লম্পট আব্দুল মোনাফ তাদের ঘরে প্রবেশ করে কুৎসিত ভাষায় তার সাথে কথাবার্তা বলে। এক পর্য্যায়ে সে ওই শিশুকে ১শ টাকা প্রদান করে। এতে সে রাজি না হওয়ায় তাদের ঘরের চৌকিতে ফেলে দিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হয়। এর মধ্যেই লম্পট আব্দুল মোনাফ দ্রুত ছটকে পড়ে। পরবর্তীতে তার মা বাড়ীতে আসার পর পুরো ঘটনা সে তার মাকে জানায়। আহতবস্থায় শিশুকে বানিয়াচং হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যত ডাক্তার তাকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন। একটি সূত্রে জানা যায়, এলাকায় বিষয়টি জানা জানি হলে আব্দুল মুনাফ পক্ষের লোকজন ৫ হাজার টাকা দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com