বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

নবীগঞ্জে শাহ্ সাহেব (রহঃ) এর মাজারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মুনিম চৌধুরী বাবু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
  • ৪৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নিজ চৌকি গ্রামে হযরত মাওঃ দেওয়ান মাহবুব উদ্দিন চৌধুরী শাহ্ সাহেব (রহঃ) এর মাজারের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু প্রধান অতিথি এবং হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এম.এ মজিদ খান, জেলা প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই মাজারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। হযরত মাওঃ দেওয়ান মাহবুব উদ্দিন চৌধুরী শাহ্ সাহেব (রহঃ) এর মাজার পরিচালনা কমিটির উদ্যোগে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান এর সভাপতিত্বে ও মনসুর আহমেদ চৌধুরী এবং আলমগীর আহমেদের যৌথ পরিচালনায় হযরত মাওঃ দেওয়ান মাহবুব উদ্দিন চৌধুরী শাহ্ সাহেব (রহঃ) এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ক্বারী আব্দুর নুর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ্ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক শামীম আহছান, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, শমশেরনগরের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোছাব্বির, বিশিষ্ট সমাজ হাজী মোঃ তরাছ উল্লা, লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার জুনেদ আহমেদ চৌধুরী, মোঃ আলী ছালিক, ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত দুলু, কাজী মাওঃ আব্দুল আলীম, হাফিজ এখলাছুর রহমান, মাজারের মোতাওয়াল্লী ইবাদুল হক চৌধুরী শিবলী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার হাবিবুর রহমান বেলায়েত, সেলিম মিয়া, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী এম.এ এম স্বপন, হাজী সাবু মিয়া, চ্যানেল এস.এর সাংবাদিক জীবন আহমদ, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহান চৌধুরী তছনু, যুবলীগ নেতা সোহাগ আহমেদ,  যুব সংহতি নেতা বাবু মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু মাজারের উন্নয়নে ৩০ হাজার টাকা অনুদান ঘোষনাসহ শাহ্ সাহেব (রহঃ) নামকরণে রাস্তা নির্মানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, মাজারের উন্নয়নসহ আমার নিজ ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমি সর্বদা সচেষ্ট থাকবো। উক্ত মাজারের উন্নয়নে সমাজ সেবক হাজী মোঃ তরাছ উল্লা ৫০ হাজার টাকা, জুনেদ আহমদ চৌধুরী ২৫ হাজার টাকা, দেওয়ান শাহ্ নেওয়াজ মিলাদ গাজী ৫হজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন এবং ইউপি চেয়ারম্যান আনোযারুর মাজার এলাকার সংশ্লিষ্ট রাস্তার উন্নয়নে ৬০ হাজার টাকা প্রদানের ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com