প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের তিন কোণা পুকুর পাড়ে কনসাস কোচিং হোম নামে একটি কোচিং সেন্টার উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে ছিলেন বানিয়াচং উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি। বিশেষ অতিথি ছিলেন রাজ রাণী সুভাষিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক প্রশান্ত কুমার তালুকদার, অত্র কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা শিক্ষক প্রিয়তোষ সরকারসহ অভিভাবকবৃন্দ। ওই কোচিং হোমে চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাদান দেওয়া হবে। উদ্ধোধনের সময় উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদেরকে কোচিং হোমের পক্ষ থেকে বিনামূল্যে ডায়রী প্রদান করা হয়।