শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জ কুর্শি ইউনিয়ন তালামীযের কাউন্সিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪
  • ৩২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন শাখা কর্তৃক গত শনিবার বিকাল ৩ টায় স্থানীয় বাজকাশারা হাফিজিয়া মাদরাসা অডিটরিয়ামে ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি মোঃ রায়হান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুজাত আহমদ জিহাদ এর পরিচালনায় কর্মশালা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন তাবির আহমদ, নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন, মোঃ আরজু মিয়া। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ কাজী এম হাসান আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, সাধারণ সম্পাদক এম, এ মান্নান, নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী, সাবেক সহ-সভাপতি মাওলানা এম এ সবুর, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, পৌর তালামীযের সভাপতি শাহ মোঃ মহসিন ইসলাম,মোঃ সাহিদ আলম, প্রধান শিক্ষক হাফিজ আবুল কালাম আজাদ, পৌর তালামীযের অর্থ সম্পাদক মোঃ সোহাগ আহমদ চৌধুরী, সহ-অফিস সম্পাদক মোঃ মাহমুদুর রহমান শোভন প্রমুখ। কর্মশালায় বক্তারা বলেন, ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে তালামীযে ইসলামিয়ার কর্মীদের ময়দানে নিরলসভাবে কাজ করতে হবে এবং তালামীযে ইসলামিয়ার লক্ষ্য ও উদ্দেশ্যে বাস্তবায়নে মেধাবী ছাত্রদের এগিয়ে আসতে হবে। পরে কাউন্সিলে ২০১৪-২০১৫ সনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি মোঃ রায়হান চৌধুরী, সহ-সভাপতি সুজাত আহমদ জিহাদ সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আরজু মিয়াসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com