শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

বানিয়াচঙ্গের শাহপুরে সংঘর্ষের ঘটনা এমপির উপস্থিতিতে শালিসে নিস্পত্তি

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৭৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার শাহপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা শালিসে নিস্পত্তি করা হয়েছে। গতকাল সকালে শাহপুর বাজারে সংসদ এমপি মজিদ খানের উপস্থিতিতে ও বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্নয়ে শতশত লোকজনের উপস্থিতিতে এক শালিস বৈঠকের আয়োজন করা হয়। উভয় পক্ষের বিস্তারিত বর্ননা শুনে এলাকায় দাঙ্গাহাঙ্গামা ও অনাকাংখিত ঘটনার সময় মুছলিকার বিধান রাখা হয়। যদি কোনো পক্ষ সংঘর্ষে দেশিও অস্ত্র টেটা ও মরনাস্ত্র ব্যবহার করে তাহলে দোষী পক্ষকে ২০ হাজার থেকে এক লাখ টাকা মুছলেকার বিনিময়ে শালীস বিচারে বসার সুযোগ দেওয়া হবে। শালীসান গতকাল শাহপুরে ঈদের আগের দিন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এসব মুছলেকার বিধান রেখেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বানিয়াচং আজমীরীগঞ্জ আসনের এমপি আব্দুল মজিদ খান, সাবেক চেয়ারম্যান শরিফ উল্লাহ, মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল খন্দকার, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রেজা অন্যান্য শালিসানগণ উপস্থিত ছিলেন। শালীসের সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষ মামলা নিজ খরচে তুলে আনবেন। শালিসে এক পক্ষকে আহতদের চিকিৎসা ও যাবতীয় খরচ বাবদ আড়াই লাখ টাকা জরিমানার রায় দেয়া হয়। জরিমানার টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com