স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের সোলেমান খাঁনের পুত্র সালামত খাঁন ও মৃত হোসেন খাঁনের পুত্র আজম খাঁনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল হবিগঞ্জ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক মামালায় ২ ও ৩ নং আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মামলা সূত্রে প্রকাশ, ১৩ জানুয়ারী গ্রামের আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বিনা আক্তারের বাড়িঘরে হামলা, ভাংচুর করা হয়। এতে মামলার বাদীসহ অনেককেই আহত করা হয়। এঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে ১৬ জানুয়ারী নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বিনা আক্তার। মামলার আসামীরা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। হাইকোর্টের আদেশ যথাযথ ভাবে পালন না করে গতকাল আদালতে হাজির হয়ে জামির প্রার্থনা করলে আদালত অন্যদের জামিন মঞ্জুর করে মামলায় অভিযুক্ত ২ ও ৩ নং আসামীকে কারাগারে প্রেরণ করেন।
স্থানীয় সূত্র জানায়, সালামত খাঁন কালাভরপুর গ্রামের জামে মসজিদে দীর্ঘদিন ধরে মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি সালামত খাঁনকে সরিয়ে একই গ্রামের সাইফুর রহমান কে একপাক্ষিক ভাবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে সাইফুর রহমান ও সালামত খান বর্তামান ও সাবেক মোতাওয়ল্লী এলাকার লোকজন কে হিসাব বুঝিয়ে দিতে না পারায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম এর মধ্যস্থতায় মছদ্দর মিয়া কে সভাপতি ও আমিনুর রশিদ চৌধুরী খোকন কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে মসজিদের দায়িত্ব দেয়া হয়। এর কয়েক মাসের মধ্যে মসজিদ পরিচালনায় বিশৃংখলা দেখা দেয়। এনিয়ে হামলা পাল্টা হামলায় গ্রামের মধ্যযোগীয় বর্বরতা শুরু হয়। এর পর থেকেই আমিনুর রশিদ চৌধুরী খোকন রহস্যজনক ভাবে সকল কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেন। দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, আলোচিত কালাভরপুর গ্রামের একাধিক হত্যাকান্ডসহ আধিপত্য নিয়ে খাঁন গোষ্ঠী ও চৌধুরী গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। নেতৃত্ব ও আধিপত্যে খাঁন গোষ্ঠীর লোকেরা সবসময়ই এগিয়ে ছিল। খাঁন গোষ্ঠীর আধিপত্যে ফাঁটল ধরাতেই মসজিদের নেতৃত্বকে অজুহাত হিসেবে রেখে নেপথ্যের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়। চলমান সংঘাতে খাঁন গোষ্ঠীর লোকেরা একে অপরের উপর চড়াও হলেও রহস্যজনক ভূমিকায় রয়েছে চৌধুরী গোষ্ঠী। যার ফলে সালিশী প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এছাড়াও হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে গ্রাম ছাড়া পরিবারের ৫-৬ টি অভিযোগ থানায় দেয়া হলেও আইনী প্রতিকার নিচ্ছেনা পুলিশ। এনিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।