স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে ভুয়া আওয়ামী লীগ কমিটির তালিকা তৈরি করে প্রতিপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গুমগুমিয়া গ্রামের মৃত আঃ সহিদের ছেলে আব্দুল ওয়াহাব স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন যে, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আবু সুফিয়ান, জিতু মিয়া, লেবু আহমেদ জেবু, সেবু মিয়া, জসিম উদ্দিন, খরছু মিয়া, বাবলু মিয়া ও মজমুল হকসহ একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। আব্দুল ওয়াহাবের দাবি, ২০০৬ সাল থেকেই উক্ত চক্রটি তাকে ও তার পরিবারকে হয়রানি করে যাচ্ছে। ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত গুমগুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির প্রকৃত তালিকায় কোনো পরিবর্তন না থাকলেও সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষরা ওই তালিকা সম্পাদনা (‘এডিট’) করে একটি ভুয়া তালিকা তৈরি করে তার ও তার ছেলেদের নাম অন্তর্ভুক্ত দেখিয়ে রাজনৈতিকভাবে ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, ওই চক্রটি তার জমি দখলের উদ্দেশ্যে একাধিকবার হামলা, ভয়ভীতি ও মারধরের ঘটনাও ঘটিয়েছে। এসব ঘটনায় তিনি থানায় ও আদালতে মামলা দায়ের করলেও স্থানীয় প্রভাবশালীদের তদবিরে তদন্ত প্রভাবিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৯ আগস্ট ২০২৪ সালে তিনি নবীগঞ্জ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করেন। সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে এক পর্যায়ে সালিশ বৈঠকে আপোষনামা হলেও কিছুদিন পর প্রতিপক্ষরা পুনরায় হামলা চালায়। এতে তার পরিবারের সদস্যরা আহত হন বলে দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ২ সেপ্টেম্বর আবু সুফিয়ান ও তার সহযোগীরা তার বাড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, যদি মামলা তুলে না নেয়া হয়, তবে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে।
জমি সংক্রান্ত বিরোধ নিয়েও প্রতিপক্ষদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন আব্দুল ওয়াহাব। তার দাবি, রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে ওই চক্রটি তার খতিয়ান থেকে ১৯ শতক জমি অবৈধভাবে নিজেদের নামে স্থানান্তর করেছে।
তিনি অভিযোগে উল্লেখ করেন, বর্তমানে তিনি ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং যেকোনো সময় তাদের ওপর প্রাণঘাতী হামলার আশঙ্কা করছেন।
অভিযোগপত্রে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুয়া আওয়ামী লীগ কমিটি তৈরি, জমি দখলের চেষ্টা ও হামলার ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।