সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ বিএনপির কাউন্সিল ৫ পদে ১৭ প্রার্থীর লড়াই সমন্বয়কদের চাঁদা না দেয়ায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরীর অভিযোগ বিজিএমইএ এর রাজনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ সাফকাত এমবিএ মাধবপুরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সৈয়দ মোঃ ফয়সল ॥ দেশকে নতুন ভাবে সাজাতে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কে গাছ ফেলে ডাকাতি সংঘটিত বিএনপির সদস্য ফরম হস্তান্তরকালে জি কে গউছ ॥ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-ওসি বানিয়াচং সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. আফজল হোসেন আর নেই কালারডোবা ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অচেতন যুবক উদ্ধার শাহজীবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকান্ডে ৩ ট্রান্সফরমার পুড়ে গেছে ॥ ২০ ঘন্টা পর বিদ্যুৎ পেলো হবিগঞ্জবাসী এলাকাভিত্তিক ভাগে চলছে সরবরাহ

হবিগঞ্জে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ১২ দিনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৩০টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিজিবি ১ কোটি ৪৬ লক্ষ ৮৬ হাজার ৭৭০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়। এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাধবপুর উপজেলার সীমান্ত থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরসহ তেলিয়াপাড়া-চুনারুঘাট রাস্তার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। পৃথক ৪টি বিশেষ অভিযানে বিজিবি সদস্যরা রাস্তার অলিগলিতে ফাঁদ পাতে। চোরাই মাল বহনকারী যানবাহনের চালকরা বিজিবি সদস্যদের দেখে গাড়ি ফেলে দ্রুত আত্মগোপনে চলে যায়। পরে মালিকবিহীন অবস্থায় থাকা ২টি মাইক্রোবাস তল্লাশি করে ১ কোটি ২৫ লক্ষ ৩০ হাজার ৭২০ টাকা মূল্যের ভারতীয় মাছ ধরার কারেন্ট জাল, বিপুল সংখ্যক ভারতীয় কসমেটিকস সামগ্রী, চকলেট ও ফুচকা জব্দ করা হয়। চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল, গুইবিল, চিমটিবিল এবং সাতছড়ি বিওপির নিয়মিত টহল দল বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালায় বিজিবি। চোরাকারবারিরা আত্মগোপন করলেও বিজিবি সদস্যরা সোর্সের তথ্যের ভিত্তিতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ১৪৫ কেজি গাঁজা, ৩৭ বোতল মদ, ৬ ক্যান বিয়ার, ৬ পিস ইয়াবা, গরু, সিএনজি ও বাইসাইকেল জব্দ করে। যার বাজার মূল্য ১৭ লক্ষ ৬৪ হাজার ৭৫০ টাকা। মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, রাজেন্দ্রপুর, হরিণখোলা এবং মনতলা বিওপিতে একাধিক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি ভারতীয় গাঁজা ও আতশবাজি জব্দ করা হয়েছে, যার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী, সিন্দুরখান এবং কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ, ফুচকা, মশার কয়েল, রাবার ও বাইসাইকেল জব্দ করা হয়, যার মূল্য ২ লক্ষ ৪৫ হাজার ৭০০ টাকা। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত অভিযানে আটককৃত দেশী/বিদেশী মালামাল, মাদকদ্রব্য এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে। চোরাচালান বিরোধী পরিচালিত অভিযানের বিষয়ে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার। এই সূত্রে বিজিবি’র উর্ধ্বতন দপ্তরের দিক-নির্দেশনায় আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান পরিচালনা করে আসছি। উল্লেখ্য, গত জুন মাসে ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ১ জন পলাতক আসামিসহ মোট ৫ কোটি ৬ লক্ষ ৬১ হাজার ৬২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com