স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ও নিয়মিত অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবুল ফজলসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত শনিবার গভীর রাতে থানার ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, দক্ষিণ বড়চর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল (২৩) ও নিয়মিত মামলার আসামি নুরপুর গ্রামের হিরো মিয়ার পুত্র রনি মিয়া (২৩), সুরাবই গ্রামের মৃত নজির মিয়ার পুত্র শাকিল মিয়া (২৫)। গতকাল রবিবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে।