ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ সিলেট থেকে নবীগঞ্জ ফেরার পথে চলন্ত বাসে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে বাসের চালক ও হেলপারের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনার সময় বাস চালক সাব্বির মিয়া গ্রেফতার হলেও মূলহোতা হেলপার লিটন মিয়া আত্মগোপনে গিয়েও শেষ রক্ষা হয়নি। ধর্ষণের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সিলেট জেলার দক্ষিন সুরমা থানাধীন জালালপুর এলাকা থেকে হেলপার লিটন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। অন্যদিকে নবীগঞ্জে ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে তরুণীর সঙ্গে দেখা করে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট সদর দপ্তর থেকে র্যাব ৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়। এর আগে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান- সিলেট থেকে ধর্ষণ মামলার মূল আসামী লিটন মিয়াকে র্যাবের সহযোগীতায় গ্রেফতার করা হয়েছে, রাত ১টার দিকে নবীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে একটি টিম সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে দ্রুত সময়ের মধ্যে আসামী লিটন মিয়াকে নবীগঞ্জ নিয়ে আসা হবে। লিটনকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার দুই আসামীকেই গ্রেফতার করা হলো। গ্রেফতার হওয়া বাসচালক সাব্বির মিয়া (২৭) নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের ফকির আলীর ছেলে ও হেলপার লিটন মিয়া (২৬) সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। নবীগঞ্জ থানা পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী বানিয়াচং উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার তেজগাঁও এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। রোববার ঢাকা থেকে দাদার বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে যাওয়ার জন্য বিলাশ পরিবহণের একটি বাসে ওঠে ঘুমিয়ে পড়েন ওই তরুণী। বাস থেকে শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ঘুমন্ত অবস্থায় থাকায় বাসটি সিলেটে চলে যায়। পরে সিলেট থেকে নবীগঞ্জ হয়ে বানিয়াচং যাওয়ার জন্য সিলেট থেকে ‘মা এন্টারপ্রাইজ’ নামক একটি বাসে উঠে ওই তরুণী। বাসটি বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী উঠানো-নামানোর সময় ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ে। শেরপুর এলাকায় পৌঁছার পর অন্যান্য যাত্রীরা নেমে গেলে বাসে ওই তরুণী একা হয়ে পড়েন। তখন একা পেয়ে প্রথমে বাসের হেলপার ও পরে চালক তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে আউশকান্দি এলাকায় পৌঁছালে তরুণীর চিৎকারে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন। রাত ১২টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর
এলাকায় স্থানীয়রা বাসচালককে আটক করে আইনশৃংখলা বাহিনীর কাছে সোপর্দ করেন এবং তরুণীকে উদ্ধার করা হয়। তবে কৌশলে হেলপার পালিয়ে যায়। সোমবার সকালে তরুণী নিজেই নবীগঞ্জ থানায় সাব্বিরকে প্রধান ও লিটনকে ২য় আসামী করে বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ওই তরুণীকে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন সকালে ঘটনাস্থল নবীগঞ্জের ছালামতপুর এলাকা পরিদর্শন করে ও থানায় গ্রেফতারকৃত আসামীর সঙ্গে কথা বলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। পরে পুলিশ সুপার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী তরুণীর সঙ্গে দেখা করেন এবং সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। ঘটনার পর পর সটকে পড়েন ধর্ষণকাণ্ডের মূলহোতা হেলপার লিটন। গ্রেফতার এড়াতে লিটন আত্মগোপনে চলে যায়। অন্যদিকে লিটনকে গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে আইনশৃংখলা বাহিনী। সোমবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট এর সদর কোম্পানী এবং সিপিসি-৩ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ আভিযানিক দল সিলেট জেলার দক্ষিন সুরমা থানাধীন জালালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের ঘটনার ২৪ ঘন্টার ভিতরে দায়েরকৃত মামলার আসামী ধর্ষণকাণ্ডের মূলহোতা বাসের হেলপার লিটন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করছি।” তিনি বলেন, “ভুক্তভোগীর আত্মীয়স্বজন জানিয়েছেন, ওই তরুণী ঢাকার একটি কলেজে পড়ালেখা করেন এবং পাশাপাশি একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। তবে মানসিকভাবে ভেঙে পড়ায় তরুণীর সঙ্গে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি। তার অবস্থা স্থিতিশীল হলে আরও জানা যাবে।” এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।