স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও মাদকসহ মিটন দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার দুপুরে উপজেলার মঙ্গলীয়া এলাকায় সীমান্ত রেখা অতিক্রমের সময় বিজিবি ৫৫ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫৯৩ টাকার ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯শ ৫০ টাকা, ১ বোতল ভারতীয় মদ, মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড ও ইয়াবা এবং বিভিন্ন সরঞ্জামসহ তাকে আটক করা হয়। সে ভারতের আসাম রাজ্যের শিলচর টাউনের জহুর লাল দাশের পুত্র। পরে বিজিবি ৫৫ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করে। বিজিবি জানিয়েছে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক আছে।