শুক্রবার, ০৬ জুন ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ব্যাংকের টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধের টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী যুবক জনতার হাতেনাতে আটক হয়েছে। তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করার জন্য স্থানীয় সাবেক কাউন্সিলর এর জিম্মায় দেয়া হয়। ফেসবুকে ছিনতাইকারী আটকের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, উক্ত ছিনতাইকারীদের পুরো শহরে হাত বেঁধে ঘুরানো হয়েছে।
এদিকে ছিনতাইকারীদের দুপুরে কাউন্সিলরের নিকট দেয়া হলেও রহস্যজনক কারণে রাত ৮টা পর্যন্ত তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে সাবেক কাউন্সিলরের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের প্রাইম ব্যাংক থেকে নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামের এক বয়স্ক কৃষক মাসুক মিয়া ২০ হাজার টাকা উত্তোলন করেন। তিনি টাকা নিয়ে ব্যাংকের নীচ তলা আসামাত্র ৩ ছিনতাইকারী জোর করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার কান্নাকাটি দেখে বিএনপি নেতা আবুল কালাম মিটু, শহরের ব্যবসায়ী নিয়ামুল হক, সাবেক ছাত্রনেতা ছমিরুল হক চৌধুরী গংরা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে পাকড়াও করলেও অপরজন পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকাররাী হলো নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের আবুল মিয়ার ছেলে আবদাল মিয়া, দিলদার মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া। জনতা এসময় তাদের কাছে থেকে ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্ধার করেন।
পরে উপস্থিত জনতা আটককৃত ছিনতাইকারীদের গনপিটুনি দিয়ে নবীগঞ্জ থানায় হস্তান্তর করার জন্য তাদের স্থানীয় সাবেক কাউন্সিলারের নিকট দেয়া হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিটু বলেন, এক মুরুব্বির কাছ থেকে টাকা ছিনতাইয়ের সময় আমার চোখে পড়ে। পরে স্থানীয় জনগণের সহায়তায় ২জনকে আটক করি আর একজন পালিয়ে যায়। আমরা আটককৃতদের স্থানীয় কাউন্সিলরের জিম্মায় দেই তাদেরকে থানায় হস্তান্তর করার জন্য। তিনি নিয়ে যান থানায় দিবেন বলে কিন্তু কেন দেননি জানি না।
এ বিষয়ে রাত ৮টায় নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান থানায় কোন ছিনতাইকারী হস্তান্তর করা হয়নি।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com