প্রেস বিজ্ঞপ্তি ॥ মার্কিন সাম্রাজ্যবাদীদের যুদ্ধনীতির স্বার্থে আরকান আর্মিদের তথাকথিত মানবিক করিডোর, নিউমুরিং টার্মিনাল ব্যবস্থাপনা ও চট্টগ্রাম নৌ-বন্দর বিদেশিদের হাতে না দেওয়া, কাতারকে সামরিক সরঞ্জাম তৈরীর কারখানার অনুমতি না দেওয়া এবং সকল গণহত্যার বিচার ও দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৫ টায় চৌধুরী বাজার খোয়াইমূখে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম জোট নেতা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন তেল গ্যাস বন্দর বিদ্যুৎ কয়লা রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি জেলার সদস্য রঞ্জন কুমার রায়, বাসদ নেতা নুরুজ্জামান তরফদার, ছাত্র ফ্রন্ট নেতা অনিন্দ্য হাসান চৌধুরী প্রমূখ।