স্টাফ রিপোর্টার ॥ সিলেট মহানগরের পূর্ব দরগা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। এর মধ্যে ১জন নবীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ সময় একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
গত রবিবার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে কোতয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্ব দরগাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র্যাব-৯। আটককৃতদের মধ্যে নবীগঞ্জ থানার রাজনগর গ্রামের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১) রয়েছে।