স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রকেট কমিটি, ভূয়া ও টাকার বিনিময়ে এবং এবং স্বৈরাচারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রেতাত্থাদের অবস্থানসহ বিভিন্ন অভিযোগ করে অবাঞ্ছিত ঘোষনা করেছে একাংশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষনা করেন কমিটির যুগ্ম আহ্বায়ক সমন্বয়ক এনামুল হক সাকিব। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল বৈষম্য মুক্ত ও ইনক্লসিভ সমাজ গঠন কিন্তু হবিগঞ্জবাসির সাথে তা প্রতারনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি একটি প্রকেট কমিটি, ভূয়া ও টাকার বিনিময়ে এবং স্বৈরাচারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রেতাত্থাদের অবস্থান করে দেয়া হয়েছে তাই আমিসহ আমার ৪৫ জন সহকর্মী এই কমিটিতে অবাঞ্চিত ঘোষনা করছি পাশাপাশি এই ভূয়া কমিটির কার্যাক্রম আমরা হবিগঞ্জের মাটিতে সফল হতে দিবে না। তিনি আরো বলেন, আমাদের আন্দোলনের উদ্দেশ্যে ছিল বৈষম্য নিরসন ও স্বৈরাসারের অপসারন টাকা দিয়ে নেতা হওয়ার জন্য নয়। তিনি আগামী ৪৮ ঘন্টার মধ্যে কমিটি বিলুপ্তির দাবী জানান অন্যতায় তাদের সফল হতে দেয়া হবে না বলে হুশিয়ারী করে দেন।