স্টাফ রিপোর্টার ॥ শহরের উমেদনগর সমাজসেবা যুব সংঘের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মাদকদ্রব্যগুলো উদ্ধার করে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিরাজুল মৌলার নিকট হস্তান্তর করা হয়। গত দুই দিন আগে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ১২ বোতল ভারতীয় মদ নিয়ে যাবার সময় সংগঠনের সদস্য মনির মিয়া তাকে আটকের চেষ্টা করেন। এ সময় মদের বোতলগুলো ফেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় রমিজ। এতে মনির মিয়া কিছুটা আহত হন। জাহাঙ্গীর বেলতলা এলাকার রমিজ মিয়ার পুত্র। পরে মাদকগুলো উদ্ধার করে সংগঠনের নেতৃবৃন্দের নিকট জমা রাখা হয়। গতকাল আনুষ্ঠানিক ফাঁড়ির ইনচার্জের নিকট জমা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি আব্দুল হাসিম, সহ-সভাপতি আব্দুস সালাম, মোঃ ইউসুফ মিয়া, জাকির মিয়া, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুজিুবর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান, সরদার আব্দুল মতলিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, উমেদনগর সমাজসেবা যুব সংঘ দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরণের সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। মাদকসেবন ক্রয়-বিক্রয় অন্যায় কাজে লিপ্ত থাকার সাথে যারা জড়িত তাদেরকে সে সব কর্মকান্ড থেকে বিরত থাকার ব্যবস্থা করা, নৈতিক মূল্যবোধ সৃষ্টি করে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখছেন। এলাকার সকল জনগণকে বিশেষত যুব সমাজকে সংগঠিত করে তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টিতে কাজ করছেন। সামাজিক দায়বদ্ধতা ও মূল্যবোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাসহ এলাকার মাদকাসক্ত, জুয়ার, বখাটে ও অপরাধীনের সুস্থ জীবনে ফিরে আনার লক্ষ্যে বিনোদন গণসচেতনতা ও চিকিৎসার ব্যবস্থা করা এবং কর্মসংস্থানের জন্য উৎসাহ প্রদান করাসহ বিভিন্ন কাজ করছেন। বিশেষ করে মাদক ব্যবসা ও সেবন রোধকল্পে এ সংগঠনের সদস্যরা কয়েক মাস ধরে সারারাত পাহারা দিয়ে নির্মূলের চেষ্টা করছেন।