বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে নবীগঞ্জ-বাহুবলে কাজ করছেন বিএনপি নেতা তালহা চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী। স্বৈরাচার হাসিনার রোষানলে শিকার হয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর, দেশে ফিরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত লিফলেট বিতরণ কার্যকর অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় ১৯ ফেব্রুয়ারী গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলার ১০নং ইউনিয়ের দেবপাড়া বাজার, ১১নং গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার ও ১৩নং পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজার এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ আল-আমীন, মহসিন তালুকদার, রায়হানুল বারী, উপজেলা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিলু মিয়া, উপজেলা যুবদলের সদস্য জাকির হোসেন, উপজেলা যুবদল নেতা ফরহাদ আহমদ, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা, মাসুদ আহমেদ, আরিফুল হক, নুর উদ্দিন, খালিছ আহমেদ কিবরিয়া, উপজেলা ছাত্রদল নেতা, মোঃ হাবিবুর রহমান, কাউছার আহমেদ শিপন, রাব্বি আহমেদ চৌধুরী, হাফিজুর রহমান, হোসাইন আহমেদ জিহাদ, শামীম খান, হাবিবুর রহমান সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তালহা চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে একটি সুখি, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে, রাষ্ট্র মেরামতের সকল রুপরেখা উল্লেখ রয়েছে। এই কথাগুলো সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ করছি। পতিত স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তবর্তী সরকারকে বিএনপি সহায়তা করছে, তবে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের দেশ জনগণের জিম্মায় দিয়ে দিতে হবে। তিনি আরও বলেন- তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ দারিদ্র্য, দুর্নীতিমুক্ত, সুখি-সমৃদ্ধ দেশে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ্।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com