রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

জেলা বিএনপির সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ॥ কারও একা আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে দেশ ছেড়ে পালিয়েছে

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এ সরকার না করলেও জনগণের সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করবে। ক্ষমতায় এলে বিএনপি তাদের বিচার করবে। তখন শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে। আর শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হয়ে যাবে। তিনি বলেন, হাসিনার বাবাও দেশের সম্পদ লুটপাট করেছে। দেশের জন্য কিছু করেনি। হাসিনাও দেশের সম্পদ লুটপাট করেছে। দেশের জন্য কিছু করেনি। ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত এমন লুটপাট তারা করেছে যে, দেশে দুর্ভিক্ষ লাগিয়ে দিয়েছিল। তাদের রাজনীতি কখনও জনগণের জন্য ছিলনা। কখনও জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর থেকে এদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে তিনি বলেন, কারও একা আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। ছাত্ররা, আমরা রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি আরো বলেন, বিএনপি জনগনের ভালবাসা নিয়ে দেশ পরিচালনা করতে চায় আর আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় ১৭ বছর নিপিড়ন নির্যাতন করেছে। এটাই দুই দলের পার্থক্য। ভারতের সমালোচনা করে তিনি বলেন, ভারত এ দেশের মানুষের সাথে সম্পর্ক রাখতে চায়না। তারা হাসিনার সাথে সম্পর্ক রাখতে চায়। হাসিনাকে ক্ষমতায় রাখতে বার বার কাজ করেছে। মঙ্গলবার বিকেলে দ্রব্যমূলের উর্ধগতিরোধ, আইনশৃংখলা উন্নতি ও স্বৈরাচারী দোষরদের বিচার এবং নির্বাচনী রোডম্যাপের দাবীতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জি কে গউছের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তারের সঞ্চালনায় পৌরসভা মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া।
সমাবেশে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এনামুল হক সেলিম, জেলা বিএনপির এডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com