নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়ার সভাপতিত্বে নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র ও হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব কাজী সেলিম, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা জিল্লুর, যুবদল নেতা জাবির হোসেন লাল, নবীগঞ্জ জাসাসের ভারপ্রাপ্ত আহবায় আব্দুস সামাদ, জাসাসের যুগ্ম আহবায়ক আজিম উদ্দিন মেম্বার, শাহিনুর রহমান সানুর, ছেরাগ আলী, নুর আলী, যুবদল নেতা রাহাত চৌধুরী, সাবেল আহমদ, সাইদুর রহমান, শ্যামল আহমদ, জুবায়ের আহমদ, জাকির হোসেন, আলমগীর হোসেন, সনি আহমেদ, রাজু আহমেদ, জামাল আহমেদ, পবি আলম,সাইদুর রহমান, আলমগীর মিয়া, আংগুর মিয়া, মকলিছ মিয়া, খলিলুর রহমান খলিল, জিয়া উদ্দিন, সুহেল মিয়া, শেখ রাজন আহমদ, শেখ হেলাল আহমেদ, রুহেল আহমেদ, জাহেদ তালুকদার, জুবায়ের মিয়া, রুহুল আমিন, মতচ্ছির মেম্বার প্রমুখ। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেতার কামনায় মোনাজাত করা হয়।