স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১৮ জানুয়ারি শনিবার তিনি বিদায়ী পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) রেজাউল হক খাঁনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। সাজেদুর রহমান বগুড়া জেলার মুসলিম পরিবারের সন্তান। এর পূর্বে তিনি পুলিশ সুপার এসবি হিসেবে ঢাকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। গত ১৭ জানুয়ারি নবাগত পুলিশ সুপার জেলায় আগমন উপলক্ষে জেলার সকল উর্ধ্বতন কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।