শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক কার্যক্রম না থাকা এবং রাষ্ট্রের জন্য লাভজনক না হওয়ায় ॥ চুনারুঘাটে ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাল্লা স্থলবন্দরের কার্যক্রম বন্ধের সুপারিশ নবীগঞ্জে রিমন হত্যার ঘটনায় ১৯১ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জে জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন মৌন মিছিল শেষে পথসভায় জি কে গউছ ॥ গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে রাজপথে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঞ্চয়ের মৃত্যু ॥ চুনারুঘাটের বাগান জুড়ে চলছে শোক হবিগঞ্জ শহরে ৪ জনের রহস্যজনক মৃত্যু শহরের পুরাতন খোয়াই দখলমুক্ত করার দাবিতে নাগরিক সভা মনতলা বিজিবি ক্যাম্পের পাশ থেকে লাশ উদ্ধার শহরে চেক ডিজঅনার মামলার আসামি গ্রেপ্তার হাঙ্গার প্রজেক্টের সদর এরিয়া কমিটি গঠন

শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দেয়ানতরাম সাহা বাড়িতে নির্মানাধিন একটি ঘর প্রকাশ দিবালোকে এক্সেভেটর দিয়ে ঘুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে ডাকঘর এলাকার দেয়ানতরাম সাহা বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিনাক্ষী রায় বাদী হয়ে দেয়ানতরাম সাহা বাড়ির দেবাশীষ রায় প্রবাল (৬০), তার স্ত্রী আলো রায় (৪৮), উৎপল রায় (৪০) ও রাজেন্দ্র রায় বাপ্পি (২৭) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত দেবাশীষ রায় প্রবাল ও তার স্ত্রী আলো রায়কে আটক করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দেবাশীষ রায় প্রবাল ও তার স্ত্রী আলো রায়সহ অভিযুক্তদের সাথে বাদীর বিরোধ চলে আসছে। অভিযুক্তরা বাদী ও তার মেয়েকে প্রাণ নাশের হুমকী প্রদান করলে ২০২৩ সনের ৬ ডিসেম্বর দেবাশীষ রায় প্রবাল ও তার স্ত্রী আলো রায় এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যা বিচারাধীন রয়েছে।
আরজিতে উল্লেক করা হয়, মিনাক্ষী রায় তার মালিকানাধিন ভূমিতে সম্প্রতি একটি ঘর নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ শুরু থেকেই দেবাশীষ রায় প্রবাল ও তার স্ত্রী আলো রায় প্রায়ই বাদী ও তার শ্রমিকদেরকে কাজে বাধা ও প্রাণ নাশের হুমকী দিয়ে আসছেন। গতকাল সকাল ৭ টার দিকে অভিযুক্তরা সহ ২০/৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মানাধিন ঘরে প্রবেশ করে। এ সময় দেবাশীষ রায় প্রবাল এর নির্দেশে অভিযুক্তরা এক্সেভেটর দিয়ে তার নির্মানাধিন ঘরের পাকা দেয়াল ভাঙ্গতে শুরু করে। এ সময় বাধা দিলে বাদী মিনাক্ষী রায় ও তার মেয়ে মিত্তিকা সাহাকে মারধর করা হয়। দুর্বৃত্তদের হামলায় অনুপম সরকার নামে একজন আহত হয়। এতে তারা গুরুতর আহত হয়। হামলাকারীরা বাদী মিনাক্ষী রায় ও মিত্তিকা সাহার নিকট থেকে স্বর্ণালংকার ও আই ফোন ছিনিয়ে নেয়। এ সময় তাদের সুরৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদের হুমকী দিয়ে চলে যায়। হামলাকারীরা তাদের নির্মানাধিন ঘরটি ভেঙ্গে ঘুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা করায়। এ সময় পুলিশ দেবাশীষ রায় প্রবাল ও তার স্ত্রী আলো রায়কে আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com