বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জমে উঠেছে নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

  • আপডেট টাইম রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বেশ জমে উঠেছে নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন। ৪টি অভিভাবক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১জন। রোদ বৃষ্টি আর কাদা মাটির পথ উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন বিদ্যালয়ের অভিভাবক ভোটারদের বাড়িতে। আগামীকাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় ১০ বছর কোন নির্বাচন না হওয়ায় এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে ভোটার সহ সর্বমহলের কাছে। জানা গেছে সর্বশেষ ২০০৪ সালে ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছিল। তার পর বিভিন্ন কারনে সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হয়। এতে বিদ্যালয়ের আশানুরূপ কোন উন্নয়নসহ পড়ালেখার কোন মানোন্নয়ন হয়নি। সকলদিক বিবেচনায় রেখে এবারের নির্বাচনে সচেতন ভোটাররা যোগ্যপ্রার্থীদের নির্বাচিত করবেন বলে সর্বত্র আলোচনা হচ্ছে। নির্বাচনে সিনিয়র সাংবাদিক ও নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নূরুল ইসলাম খেজুর, মোঃ আনসার উদ্দিন, শ্যামল চক্রবর্ত্তী, করুনাময় দে বাচ্চু, অরবিন্দু রায়, মাওলানা মোস্তফা আল-হাদী, মোস্তাফিজুর রহমান সেলিম, সমিরন দাশ, রূপায়ন চক্রবর্ত্তী, ফজল মিয়া ও নুরুল আমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের আলোচনায় এদের মধ্যে সাংবাদিক এটিএম নূরুল ইসলাম খেজুর (বাইসাইকেল), শ্যামল চক্রবর্ত্তী (চেয়ার), রূপায়ন চক্রবর্ত্তী (হাঁস), মোঃ আনসার উদ্দিন (ছাতা), মাওলানা মোস্তফা আল-হাদী (হরিণ) ও অরবিন্দু রায় (মোমবাতি)-এর নাম বেশি আলোচিত হচ্ছে। উল্লেখিত প্রার্থীদের মধ্য থেকে চারজন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন বলে ভোটারসহ সচেতন মহলের আলোচনায় উঠে আসছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন করা হবে। মোট ৮৬৯ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com