স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শংখশুভ্র রায়কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। পুলিশ জানান, শংখশুভ্র রায় মামলা দায়েরের পর পরই আত্মগোপনে চলে যান। সেখান থেকে ভারতে যাওয়ার অনেক চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। পুনরায় হবিগঞ্জে ফিরে আসেন। শায়েস্তাগঞ্জের নতুনব্রীজ এলাকার একটি হোটেলে অবস্থান করেন। সেখান থেকে বাল্লা সীমান্ত দিয়ে ভারতের যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হন।
উল্লেখ্য, র্যাব বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড থেকে তাকে আটক করেছে। পরে রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শংখ শুভ্র রায় বুধবার বিকেলে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোডে (ফারদিন-মারদিন রেস্টুরেন্টের পাশে) অবস্থান করছিলেন। র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা সেখান থেকে তাকে আটক করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক ও রিপন শীলের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় শংখ শুভ্র রায় আসামি। শংখ শুভ্র রায় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।