স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চন্ডি চা-বাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে সাড়ে ৯ টার দিকে চন্ডী রামগঙ্গা ব্রিজের নিকট এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটর সাইকেল আরোহী শায়েস্তাগঞ্জ উপজেলার তালুকহড়াই গ্রামের মৌলদ মিয়ার পুত্র ছাত্রদল নেতা হাফিজুর রহমান (২৭), লেঞ্জাপাড়া গ্রামের কিম্মত আলীর পুত্র মোস্তাক মিয়া (২৫)। ধারণা করা হচ্ছে ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতেই তাদের মৃত্যু হয়। তবে ঘটনার সতত্যা যাচাইয়ে তদন্ত করছে পুলিশ।