স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সিএনজি অটোরিক্সা, টেম্পু, মিশুক ও বেবীটেক্সি (রেজিঃ চট্ট-২৮০৫) শায়েস্তাগঞ্জ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ রেলগেইটে সমিতির অস্থায়ী কার্যালয়ে পৌর কাউন্সিলর (প্যানেল মেয়র) জালাল উদ্দিন মোহনের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক নোয়াব আলীর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ উপজেলা কমিটির উপদেষ্টা শেখ নূরুল হক লিটন। প্রায় অর্ধশতাধিক শ্রমিক উপস্থিত থেকে তাদের বিভিন্ন দাবি ও সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনসহ অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হয়। পরে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহনকে আহ্বায়ক, নোয়াব আলীকে সদস্য সচিব, ছোয়াব আলী, আরব আলী, খলিল মিয়া, আসলাম মিয়াকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় শ্রমিকদের দাবি আদায় ও সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়।