স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দুর্বল যারা তারাই পুলিশের উপর সওয়ার হয়েছিল। বিএনপি দুর্বল না, বিএনপির সাথে মহান আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা আছে। পুলিশের ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করতে চায় না। জনগণের ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করতে চায়। তিনি গতকাল রবিবার বিকালে লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় জি কে গউছ আরও বলেন- মানুষের জন্য কাজ করতে হলে বিনয়ী হতে হবে। মানুষের কথা বুঝতে হবে। অনেক মানুষ মুখ খুলে কথা বলতে পারে না, তারও একটি চাহিদা আছে, সেটা বুঝার নামই হচ্ছে রাজনীতি। মানুষের মুখের ভাষা, চোখের ভাষা যারা বুঝে তারাই রাজনীতি করে। আওয়ামীলীগ চলে গেছে এখন আমরা লুটেপুটে খাবো এটা রাজনীতি না। তিনি বলেন- আওয়ামীলীগ অন্যায় করেছে, জুলুম করেছে, সে জন্যই দেশের মানুষ আওয়ামীলীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে জন্যই আওয়ামীলীগ নেতারা পরিবার পরিজন ছেড়ে পালিয়েছে। এই অবস্থা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি আওয়ামীলীগ থেকে শিক্ষা না হয় তাহলে পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে।
জি কে গউছ বলেন- আওয়ামীলীগের আমলে এক দেশে দুই আইন ছিল। আওয়ামীলীগ সভা-সমাবেশ করতো পুলিশ পাহারায়। আমরা যারা ভিন্ন মতাদর্শ ধারণ করি, জনগণের অধিকার আদায়ে কথা বলি, আমরা যখন সভা-সমাবেশ করতাম আওয়ামীলীগ পুলিশ পাহারায় বাঁধা দিতো। সেই সময়ের অবসান হয়েছে।
তিনি বলেন- বারাবারি আল্লাহ বরদাস্ত করেন না। পৃথিবী সৃষ্টির পর থেকে যখনই যারা সীমালঙ্গণের চেষ্টা করেছেন, আল্লাহ কাউকে ছাড় দেননি, তাদের খুব করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরাশ উদ্দিন টকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাজুল ইসলাম মোল্লা, মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, যুগ্ম আহ্বায়ক তাউছ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু, সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী, হাসান সাকিব প্রমুখ।