বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

নবীগঞ্জে ক্লুলেস ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ক্লুলেস একটি ডাকাতি মামলায় আক্তার হোসেন (৩৬) নামে ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সানখালা ইউনিয়নের বাজে শতং গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি চুনারুঘাট উপজেলার বাজে শতং গ্রামের মৃত ছুরত আলীর পুত্র আক্তার মিয়া (৩৬)। মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত পশ্চিম লামনীরপাড় এলাকায় অবস্থিত ইনাতগঞ্জ তা-আলীমুল কোরআন মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল অতর্কিতে হামলা চালায়। ডাকাতরা বারান্দার গেট ও ঘরের তালা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। মুফতি সিদ্দিকুর রহমান ও তার পিতাকে কুপিয়ে গুরুতর জখম করে তারা। এ সময় লুট করা হয় নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা, প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার এবং ৩টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আনুমানিক ৩৬ লাখ ২০ হাজার টাকার মালামাল। ঘটনার পরপরই অজ্ঞাতদের আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে পুলিশ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে এক পর্যায়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামানের দিকনির্দেশনায় এসআই মো. সুমন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পলাতক আসামি আক্তার মিয়াকে শনাক্ত করে গ্রেফতার করে। নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, “এই ক্লুলেস ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে আলোচিত এই ঘটনার একজন আসামি গ্রেফতারে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, দ্রুত অন্যান্য আসামিদেরও আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com