স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে কথিত নেতাসহ ৪ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার ভোরে সদর থানার একদল পুলিশ সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এর মধ্যে জিআর মামলার পরোয়ানাভুক্ত ২ জন, সিআর মামলার ১ জন, এবং ১৫১ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়। গতকাল সকলকেই আদালতে প্রেরণ করা হয়। ওসি জানান, পরোয়ানাভুক্ত আসামি যেই হোক তাদেরকে গ্রেফতার করা হবে। এই অভিযান নিয়মিত চলবে।