নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডের এক শ্রমিক তার বকেয়া মুজুরী চাইতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছে। আহত মুনসুর মিয়া (৩০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, বিবিয়ানা গ্যাস ফিল্ডে সাউদ প্যাডের বাহিরে হাফিজ এন্টারপ্রাইজে লুফু মিয়া নােেম এক শ্রমিক কাজ করতো। ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট লুফু মিয়ার ৩ মাসের মুজুরী ৫৬ হাজার টাকা বকেয়া থাকে। গত শুক্রবার বিকেলে স্বস্তিপুর নৌকা বাইচে পর আলীম উদ্দিনের দোকানে সামনে পেয়ে হাফিজ এন্টারপ্রাইজ দায়িত্বে থাকা লুৎফর রহমানের নিকট বকেয়া পাওনা টাকা চায়। এতে লুৎফর উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে অফিসে গিয়ে টাকা চাইতে বলেন। এ নিয়ে উভয়ের মাঝে উত্তেজনা দেখা দেয়। এসময় লুৎফরের সাথে থাকা ৪/৫ জন লোক লুফু মিয়ার উপর অর্তকিত হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার চাচাতো ভাই মুনসুর গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় লুফু মিয়া বাদি হয়ে লুৎফুরকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইনাতগঞ্জ ফাড়ির সাব ইন্সপেক্টর অনিক পাল জানান, মামলার তদন্ত সাপেক্ষে আসামীগণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।