নবীগঞ্জ প্রতিনিধি ॥ “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাগাউড়া ঐতিহ্যবাহী খেলার মাঠ প্রাঙ্গণে মাদক বিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৩টায় ইউনিটি ফর সোস্যাল ডেভলপমেন্ট (ইউএসডি) ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভুষন চক্রবর্তী। এতে সভাপতিত্ব করেন ইউএসডি’র প্রধান সমন্বয়কারী ক্বারী শাহাজুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মোঃ এবাদুর রহমান হিমেল। প্রধান অতিথির বক্তব্যে মলয় ভুষন চক্রবর্তী বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। আমাদের দেশের যুব সমাজ আজ মাদকের ভয়াল ছোবলে ধ্বংসের পথে। একে রোধ করতে হলে শুধু প্রশাসন নয়, পরিবারের সদস্য, শিক্ষক ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সচেতনতা, শিক্ষা ও সমাজিক বন্ধন এই তিনটি শক্তিই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান, নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী রায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ইউএসডি’র সংগঠক মাওঃ ডাঃ শাহ মোহাম্মদ ছাফিউর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ। সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুব সমাজ ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বক্তারা সবাই মাদকের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা সচেতনতামূলক এমন কর্মসূচি চালিয়ে যাবে, যাতে করে নবীগঞ্জ ও আশেপাশের এলাকা মাদকমুক্ত সমাজে পরিণত হয়।