শনিবার, ১১ মে ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

নবীগঞ্জে ভোটের রাতে সংঘর্ষের জের ॥ ২ দফা সংঘর্ষে আহত শতাধিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৬৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ভোটের রাতে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনার জের ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার সকালে ৮ টা থেকে ১০টা পর্যন্ত হাওরে এবং রবিবার রাতে ৭টা থেকে ৯টা পর্যন্ত স্থানীয় ইমামবাড়ী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ও বাকী আহতদের হবিগঞ্জ, নবীগঞ্জ হাসপাতালে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও গ্রামের আবু মিয়ার জমিতে মেশিন দিয়ে হাল চাষ করেন একই ইউনিয়নের দেবপাড়া (ডেবরা) গ্রামের সামছুজ্জামান। রবিবার সন্ধ্যায় ইমামবাড়ী বাজারে হাল চাষের বাকী পাওনা টাকার জন্য আবু মিয়ার নিকট চাইতে গেলে টাকা দিতে টালবাহানা করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে আবু মিয়ার পক্ষে পুরানগাওঁ এবং সামছুজ্জামানের পক্ষে দেবপাড়া গ্রামের লোকজন হাকডাক দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমামবাড়ী বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘন্টা ব্যাপী সংঘর্ষে ইটপাটকেল ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের অন্ততঃ শতাধিক লোক আহত হয়। খবর পেয়ে ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে থানার একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হিমশিম খায়। এক পর্যায়ে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাদের সহযোগিতায় পুলিশ ঘন্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সংঘর্ষ চলাকালে রাস্তার উভয় পাশে শতাধিক গাড়ী আটকা পড়ে। ইমামবাড়ী বাজার রণক্ষেত্রে পরিনত হয়। সাধারণ ব্যবসায়ী ও মানুষের মধ্যে আতংক বিরাজ করে। পুরানগাঁও গ্রামের আহতদের নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে নাজিম উদ্দিন (৩৩), মোর্শেদ (৪৫) ও রিপন মিয়া (৩০) কে সিলেট প্রেরণ করা হয়েছে। বাকী আহত শাহ আলম (২৭), আলামীন (১৮), হেলাল মিয়া (২০), হাফিজুর রহমান (৬০) ও তবারক মিয়া (৪৫) কে ভর্তি দেয়া হয়েছে। এদিকে এ ঘটনাটি স্থানীয় ভাবে মিমাংসার জন্য গণ্যমান্য মুরুব্বীয়ান সোমাবার সকালে বৈঠকে বসেন। এ সময় পুরানগাঁও গ্রামের জনৈক ব্যক্তি অভিযোগ করেন দেবপাড়া গ্রামের জনৈক ব্যক্তি তাকে চড় থাপ্পর মারে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে পুনরায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটা বৃদ্ধসহ আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ইমামবাড়ী বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রামবাসীর মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- দুই দফায় সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রয়েছি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে, উভয়পক্ষে অনেকেই আহত হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com