সোমবার, ১৩ মে ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে হাওরে প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধার হবিগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ॥ কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার হবিগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ॥ পাশের হার ৭২.০৫% কৃষিমন্ত্রীকে জেলা পরিষদ হবিগঞ্জ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি ঘোষণা নবীগঞ্জ বড় ভাকৈর পশ্চিম ও পূর্ব ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ১ শিক্ষার্থীর মৃত্যু ২ জনের আত্মহত্যার চেষ্টা সাংবাদিকদের সাথে লিগ্যাল এইড অফিসার সম্পা জাহানের মতবিনিময় নবীগঞ্জ আলোকিত ব্যাচ ৯৫ সংগঠনের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, মামুন সাধারন সম্পাদক ছালেহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ড. আবুল ফতেহ ফাত্তাহ ॥ মাদারল্যান্ড আইডিয়াল স্কুল একটি আদর্শ পরিগণিত স্কুলে পরিণত হয়েছে

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট মদন মোহন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ডিন, মানবিক অনুষদ ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, মাদারল্যান্ড আইডিয়াল স্কুল একটি আদর্শ পরিগণিত স্কুলে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আলো বিকিরণ কেন্দ্র, যে বিকিরণকৃত পথে শিক্ষার্থীরা তাদের অভীষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাবে। আমাদের সকলের স্ব-স্ব অবস্থান থেকে মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে আসতে হবে। গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পয়েন্টে মহান বিজয় দিবস উপলক্ষে, মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি, নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট সালিশ বিচারক মোঃ কাওছার আহমদের সভাপতিত্বে ও অত্র স্কুলের সহকারি শিক্ষক রুবেল রায়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য কমিউনিটি লিডার কামরুল হাসান চুনু, হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এডঃ সুলতান মাহমুদ, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য শেখ শফিকুজ্জামান শিপন, নবীগঞ্জ সাবরেজিস্টার অফিসের ডিড রাইটার ও অত্র স্কুলের অভিভাবক সদস্য বিভূ আচার্য্য, মাইজগাঁও জনতার বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল গনি, বাউসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল ওয়াহিদ, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাছিতুর রহমান চৌধুরী, অভিভাবক সদস্য আব্দুল হক লিটন, কুহিন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন। এতে বক্তব্য রাখেন, সাংবাদিক আলী হাছান লিটন, অভিভাবক সদস্য মোর্শেদ আলী সবুজ। উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য মনসুর চৌধুরী, বাউসা হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ শাহ লিমন আহমদ, অভিভাবক সদস্য মোঃ গুলজার আহমদ, সাইফুর রহমান টিটুসহ কয়েক শতাদিক অভিভাবক ও শিক্ষার্থী। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করায় অধ্যপক আবুল ফতেহ ফাত্তাহ’সহ বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষক মন্ডলী। এতে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। মনোমুগ্ধকর ডিসপ্লের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র প্রদর্শন করে স্কুলের শিক্ষার্থীরা। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, মাদারল্যান্ড আইডিয়াল স্কুল প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com