শনিবার, ২৪ মে ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

মসজিদে জুমার খুৎবায় মাবরুরুল হক ॥ যাকাত না দেয়ায় সম্পদ বিষধর সাপের মতো হবে

  • আপডেট টাইম শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাবরুরুল হক বলেছেন- ঈমান আনার পরের দায়িত্ব হল একজন মুসলমানকে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েমের সাথে সাথে বিত্তবান মানুষকে যাকাত দিতে হবে। যাকাতকে নামাজের মতোই গুরুত্ব দেয়া হয়েছে। অথচ এক শ্রেণীর মানুষ যাকাতকে ঐচ্ছিক মনে করেন। যাকাত অস্বীকারকারীরা অমুসলিম। যাকাত দিতে গাফেল ব্যক্তিরা কঠিন শাস্তির মুখোমুখি হবে। রাসুল (সাঃ) বিভিন্ন এলাকায় গর্ভনর নিয়োগ করে পাঠাতেন। তাদের প্রতি রাসুল (সাঃ) এর প্রথম নির্দেশনা থাকতো প্রথমে ঈমানের দাওয়াত দিতে হবে। পরবর্তীতে নামাজ কায়েম ও যাকাত দিতে বাধ্য করতে হবে। হযরত আবু বকর (রাঃ) এর যামানায় কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করল। হযরত আবু বকর (রাঃ) তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন। যাদের উপর যাকাত ফরজ তাদের উপর যাকাতের মাসআলা জানাও ফরজ। যাকাতের মাসআলা না জানা কবিরা গুনাহ। যাকাত প্রদানে মানুষের মধ্যে বৈষম্য দুর হয়। যাকাত প্রচলিত একটি সমাজে কোনো মানুষ না খেয়ে থাকবে তা বিশ্বাস করা যায় না। যাদের উপর যাকাত ফরজ তারা যদি যাকাত না দেন তাহলে তাদের সম্পদ বিষধর সাপের মতো হবে। মৃত্যুর পর সেই সম্পদ বিষধর সাপের ন্যায় গলায় পেচিয়ে থাকবে, চোয়ালে ছুবল দিতে থাকবে এবং বলবে আমি তোমার সেই সম্পদ যা থেকে তুমি যাকাত দাওনি, আমাকে পবিত্র পবিত্র করনি।
মাওলানা মাবরুরুল হক বলেন- পবিত্র রমজান মাস পেলাম অথচ গুনাহ মাফ করাতে পারলাম না, হাদিস দ্বারা স্বীকৃত যে, আমাদের মতো কপাল পুড়া আর কেউ নেই। শেষ দশদিনে আল্লাহর রাসুল (সাঃ) ইতেকাফে বসতেন। শেষ দশদিনে শবে ক্বদর রয়েছে। শবে ক্বদর নসিব হবার জন্য হলেও শেষ দশ দিনে ইতেকাফে বসা উচিত। তিনি ইসলামের সুমহান বানী আমল করার জন্য সকলের প্রতি আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com