শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলে জি কে গউছের বোন মকসুদুন্নেছা মিনু

  • আপডেট টাইম রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পিতার কবরের পাশে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের বড় বোন আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু। গতকাল শনিবার বাদ আছর হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগা ময়দানে জানাজার নামাজ শেষে তাকে শায়েস্তানগর কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে ডাক্তার মিজানুল হাশেম শাহীন ও এক কন্যা ইঞ্জিনিয়ার আফসানা রেজওয়ানা সান্টু সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সদর উপজেলার পাছপাড়িয়া গ্রামের আলহাজ্ব আবুল হাশিমের স্ত্রী এবং হবিগঞ্জ কন্ট্রাক্টর এসোসিয়েশন ও হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া ও বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের কন্যা। মরহুমা আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু একজন পরহেজগার ও দানশীল মহিলা হিসেবে এলাকাবাসীর নিকট সুপরিচিত ছিলেন। তিনি নীরবে নিভৃতে মানুষের সেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।
এদিকে গতকাল শনিবার বাদ আছর হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগা ময়দানে আলহাজ্ব মকসুদুন্নেছা মিনুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনজীবি, সাংবাদিক, চিকিৎসক, আলেম-উলামা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। জানাজার নামাজের প্রাক্কালে বক্তব্য রাখেন মরহুমার ভাই হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, হবিগঞ্জ বারের সাবেক সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, মরহুমার চাচা গোলাম রাব্বানী সিতু। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার চাচাতো ভাই আলহাজ্ব গোলাম সাওয়ার গোলাপ। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সালেহ আহমেদ, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি, নুরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, লোকড়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি ফজলুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জমির আলী, জেলা পরিষদের সদস্য আব্দুল আজিজ ফরহাদ, পৌর কাউন্সিলর জাহির উদ্দিন, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, এডভোকেট এনামুল হক সেলিম, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, এম জি মোহিত, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক প্রফেসর এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নকীব ফজলে রকীব মাখন, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান পিয়ারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান সেফু, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজ আহমেদ রিপন, আজমিরীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদুর রহমান ঝলক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ। এদিকে আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু’র জানাজায় পবিত্র রমজান মাসের ফরজ রোজা রেখে যারা অংশ গ্রহন করেছেন এবং বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মরহুমার ছোট ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
তিনি বলেন- মাকে হারিয়েছি ২০০২ সালে, আর বাবাকে হারিয়েছি ২০১০ সালে। এর পর থেকে আমার প্রতিটি আপদে-বিপদে আমার বড় বোন ছায়া হয়ে পাশে দাড়িয়েছে। ১/১১ এর সময় আমি যখন কারাগারে ছিলাম, তখন মানুষ আমার পাশে যেতে ভয় পেতো, সেই দুঃসময়ে আমার এই বোনটি সাহস করে আইনী লড়াই করেছে, আমাকে জামিনে মুক্ত করিয়েছে। আমার দুটি ছেলের লালন-পালনেও আমার বোনের অনেক অবদান রয়েছে। এই বোনকে হারিয়ে মাকে হারানোর মতই আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ যেন আমাদের পরিবারের সকলকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন, এ জন্য আমি সকলের দোয়া কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com