বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস চৌধুরী আর নেই ॥ শোক

  • আপডেট টাইম শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধে ভাটি এলাকার দুর্ধর্ষ গেরিলা বাহিনী দাসপার্টির সেকেন্ড-ইন-কমাণ্ডখ্যাত যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ইলিয়াস চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ৬৬ বছর বয়সে গতকাল শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা ইলিয়াস চৌধুরী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামে ১৯৫৬ সালের ৫ মার্চ জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭১ সালের যুদ্ধকালীন কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ফজলুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠ সহচর ও আস্থাভাজন ছিলেন।
ইলিয়াস চৌধুরীর বড় মেয়ে ইশরাত জাহান চৌধুরী ইভা আরো জানান, শনিবার (১৬ জুলাই) বাদ জোহর কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে বীরমুক্তিযোদ্ধা ইলিয়াস চৌধুরীর নামাজে জানাজা শেষে হয়বতনগর কবরস্থানে সমাহিত করা হবে।
বীরমুক্তিযোদ্ধা ইলিয়াস চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমাণ্ডার মুন্সী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম জুয়েল, জেলা ইউনিটের সাবেক সহকারি কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান খান বাচ্চু ও হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com