নবীগঞ্জ বুরে্যা চীফ ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে এক প্রতারকের যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী। তারা লিখিত অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে। পানিউমদা ইউনিয়নের নোয়াগাও গ্রামের মুর্শেদ আলী নামের যুবক নিজেকে সিলেট মহানগর ছাত্রলীগের নেতা দাবি করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে। এখন তার বিরুদ্ধে সরকারী জায়গা ও রাস্তা দখলের অভিযোগ পাওয়া গেছে। তবে প্রকৃতপক্ষে মুর্শেদ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকার প্রমানপত্র রয়েছে। নোয়াগাও গ্রামের লন্ডন প্রবাসী শেখ আবদাল মিয়া অভিযোগ করেন, পানিউমদা ইউনিয়নের নোয়াগাও গ্রামের ইমান আলীর পুত্র ছাত্রদল কর্মী মুর্শেদ আলী নামের যুবক নিজেকে সিলেট মহানগর ছাত্রলীগের নেতা দাবি করে সরকারী এলজিইডির পাকা সড়ক দখল করে ঘর নির্মান করেছে। গ্রামবাসী বাঁধা দিলে তাদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে বলে আমি মহানগর ছাত্রলীগ নেতা, আমি সবাইকে জেল কাটাবো। এর পরই নবীগঞ্জ ছাত্রদল নেতাদের সাথে ও বিএনপির উপজেলা সভাপতি সাবেক সাংসদ শেখ সুজাত মিয়ার সাথে তোলা ছবি ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে চলছে রসালো আলোচনা। এ বিষয়ে মুর্শেদ আলীর সাথে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।