শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

বানিয়াচঙ্গে হীরা ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টোর ॥ বানিয়াচং শেখ কালা হাওরে হীরা-২ জাতের ধানের (স্টেন্ডিং ক্রপ) এ মাঠ দিবস ও ক্ষেত দেখানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। “হীরা ধান চাষ করুন আগাম কেটে গোলা ভরুন” “হীরা ধান ঝড়ে না চাষী ভাই ঠকে না” প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ কালা হাওরে কৃষক মিন্টু মিয়ার জমিতে ক্ষেত দেখানো ও মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সুপ্রিম সীড কোম্পানির বানিয়াচং এর পরিবেশক তারেক ট্রেডাস এর সত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান ও হাজী ট্রেডাস এর সত্ত্বাধিকারী মোঃ আজমান মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম সীড কোম্পানির জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ মশিউর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ কামরুজ্জামান সহ অসংখ্য কৃষক। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা হীরা-২ ধানের বিভিন্ন বৈশিষ্ট্য ও চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এ সময় কৃষকদের প্রকৃত হীরা ধান সম্পর্কে জানানো হয়। হীরা বীজ বাজারের সেরা বীজ এই বীজ চাষে কৃষক লাভবান হয়। যেহুতু হীরা ধান সর্বাধিক প্রচলিত এবং উচ্চ ফলনশীল জাত তাই এই এলাকার কৃষকরা মোটা জাতের হাইব্রিড ধান মানেই হীরা ধান মনে করেন। প্রকৃতপক্ষে সুপ্রিম সীড কোম্পানির হীরা ব্র্যান্ড এর নামেই হাইব্রিড ধস্ন কৃষকরা চেনে। কৃষকরা দোকানে হীরা-২ জাতের ধান কিনতে আসলে কিছু অসাধু ব্যবসায়ী অন্যান্য জাতের বীজ হীরা-২ বলে চালিয়ে দেয়। এতে কৃষকরা প্রতারিত হয়। সুপ্রিম সীড কোম্পানির লোগো দেখে আসল হীরা ধান কিনলে কৃষক প্রতারিত হবেনা বলে উল্লেখ করেন। কৃষক মিন্টু মিয়া এ বছর ৭ একর জমিতে হীরা ধান চাষ করেন। তিনি আরো ২০ একর জমিতে অন্যান্য জাতের ধান লাগিয়েছেন। একমাত্র হীরা-২ ধান সবার আগে পাকতে শুরু করেছে এবং আগা মরা, শীশে চীটা বা অন্য কোন সমস্যা নাই। তিনি সঠিক মাত্রায় সার দিয়েছেন। আন্য জাতের তুলনায় হীরা -২ রোগ বালাই মুক্ত ফসল কোন ধরনের উঁচু নিচু নেই, চাষীরা মাঠ পরিদর্শন করে বলেন অন্যান জাতের হাইব্রিড ধানের চেয়ে হীরা -২ সেরা। কৃষক মিন্টু মিয়া বলেন এ বছর চার ধরনের হাইব্রিড জাতের ধান চাষ করেন অন্যান্য জাতের মধ্যে সমস্যা থাকলেও হীরা জাতের মধ্যে কোন সমস্যা নেই। আগাম পাকে ও ধান ঝড়ে না বলে প্রতি শতকে ১মণের বেশি ফলন কেটে আনতে পারবেন বলে কৃষক আশা করছেন। উপস্থিত সুপ্রিম সীড কোম্পানির লি: এর পরিবেশক খলিলুর রহমান ও আজমান মিয়া কৃষকদের প্রকৃত হীরা-২ এর প্যাকেট লোগো ও ধানের বৈশিষ্ট্য কৃষকদের দেখান। হীরা-২ এর বাম্পার ফলন দেখে কৃষকরা উৎসাহিত হন এবং আগামীতে হীরা-২ চাষ করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com