স্টাফ রিপোর্টার ॥ ১ম বিভাগ ক্রিকেটলীগের ফাইনাল খেলা আজ। শুক্রবার সকাল ৯ টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হবে উত্তরণ সংসদ ও শ্যামলী স্পোর্টিং ক্লাব। খেলা শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এর আগে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে অনুশীলন ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে হারিয়ে টানা ৪র্থবারের মতো ফাইনালে উত্তরণ উঠে সংসদ।