স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আদর্শ রিচি গ্রামে নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ নায়েব হোসাইন এর পরিচালনায় প্রতি বছরের ন্যায় রিচি গ্রামের সুপ্রতিষ্ঠিত নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই ইএমআইএস কোড পায় যার কোড নং-৬০৩০১২২৯২, ম্যানেজিং কমিটির সম্পাদক বলেন, সকলের আশার প্রদীপ জ্বালিয়ে একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আপনাদের নিয়ে আরো উন্নয়ন ও গতিশীল করবো। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রইছ আলী (মেম্বার), মোঃ আব্দুল হক, জেনিথ কিন্ডার গার্টেন অধ্যক্ষ মোছা: মাসুদা রহমান, মহিলা মেম্বার মোছা: মাজেদা আক্তার, মেম্বার পদ প্রার্থী মোঃ মুজিবুর রহমান, মোঃ আঃ জলিল, মোঃ জালাল মিয়া, মোঃ নানু মিয়া, কায়উয়ু মিয়া, বৃন্দাবন কলেজ ছাএলীগ যুগ্ম আহ্বায়ক মোঃ মেহের, সাহেদ আনসারী, শিক্ষকদের মধ্য থেকে মোছা: ডলি আক্তার, রাশিদা চৌধুরী, নাজু চৌধুরী, তানিয়া, খাদিজা, সাথী প্রমূখ।
বক্তারা বলেন, বিদ্যালয়টি আমাদের অনেক দিনের আশা পূরণ করেছে, এখানে অনেক ভালো মানের পড়া লেখা হয়। আমরা বিদ্যালয়ের পাশে সবসময় থাকবো। পরে মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণের মধ্য সমাপ্তি করা হয়।