বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

মেয়র হলে নাগরিক সুবিধা সম্পন্ন নান্দনিক পৌরসভা হবে শ্রীমঙ্গল-সৈয়দ মনসুরুল হক

  • আপডেট টাইম সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২২৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। শনিবার রাতে শহরের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএসএম আজাদুর রহমান প্রমুখ। মতবিনিময়কালে মনসুরুল হক বলেন, একটি নান্দনিক শ্রীমঙ্গল শহর গড়তে আসন্ন শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনোয়ন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। তিনি শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ। একটি নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে পৌরসভার মেয়র হতে চান তিনি। সৈয়দ মনসুরুল হক বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ৩৫ বছর ধরে আমি জনগণের আশা-আঙ্খাক্ষা ধারণ করে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলা, শিক্ষাসহ সকল কর্মকা-ে আছি। আমি একটি কলেজের অধ্যক্ষ। আমাদের শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী। দেশ বিদেশ থেকে এখানে পর্যটকরা আসেন। আমাদের শহরের যত্রতত্র ময়লা আর্বজনা পরে থাকে। রাতের বেলা সড়কবাতির বেশীরভাগই জলেনা, শহরে অবৈধভাবে চলা যানবাহনের কারনে যানজট লেগেই রয়েছে। নাগরিক সেবায় পৌরসভার জনপ্রতিনিধিদের কাছ থেকে যতটুকু সেবা পাওয়ার কথা তার অনেক কম সেবা পান জনগণ। আমার কাছে প্রায়ই লোকজন আসেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তারা মেয়র সাহেবের কাছে যেতে পারেন না। সাধারণ জনগনের সাথে মেয়রের দূরত্ব অনেক। আমাদের এই পৌরসভার অনেক ভোটার রয়েছেন যারা শ্রীমঙ্গল শহরের বাহিরে থাকেন। ভোটের সময় এসে তারা ভোট দিয়ে চলে যান। জনপ্রতিনিধিরা তাদেরকে সব বরাদ্ধ দিয়ে দেন। আমার পৌরসভার অসহায় মানুষরা সরকারের বিভিন্ন প্রনোদনা থেকে বঞ্চিত হচ্ছে। একটি প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে এই শহরে পৌরসভার অনেক কিছুই করা যেত। দীর্ঘদিন যাবৎ নির্বাচন বিহীন শ্রীমঙ্গল পৌরসভার জনগণ প্রকৃত নাগরিক সেবা থেকে বঞ্চিত। জনপ্রতিনিধিরা মনে করেছিলেন মামলা দিয়ে পৌরসভার নির্বাচন আটকে রাখবেন। সে জন্য তারা পৌরবাসীর কোন কথাই পাত্তা দেন নি। আমি চাই আমার পৌরসভার আর কোন জনগন সেবা পাওয়ার জন্য জনপ্রতিনিধিদের দাড়ে দাড়ে ঘুরবে না। আমি মেয়র হলে পৌরসভার সব কাজে আধুনিকতা নিয়ে আসবো। পৌরবাসী বাসায় বসেই নাগরিক সেবা পাবেন। আমাকে শ্রীমঙ্গলবাসী সব সময় কাছে পেয়েছেন। জনগণের পাশে থেকে উন্নয়নে আমি কাজ করবো। আমি মেয়র নির্বাচিত হলে পৌরবাসীকে সাথে নিয়ে একটি নান্দনিক পর্যটন শহর হিসেবে শ্রীমঙ্গলকে গড়ে তুলবো। উল্লেখ্য, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন আগামী ২৮ নভেম্বর। গত দশ বছর আগে এই পৌরসভায় নির্বাচন হয়ছিলো। এর পর মেয়াদ শেষ হলেও সীমানা জটিলতাসহ বিভিন্ন কৌশলী মামলায় আটকে ছিলো পৌরসভার নির্বাচন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com