সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে তরুণদের উদ্যোগে ৩ শতাধিক তালের বীজ রোপণ

  • আপডেট টাইম রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৫১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় ধানী জমির পাশে তিন শতাধিক তালের বীজ রোপণ করা হয়েছে। স্থানীয় কৃষকদের বজ্রপাত থেকে বাঁচানোর উদ্দেশে চারাগুলো রোপণ করে একটি সামাজিক সংগঠন।
গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) উপজেলার বেজুড়া হাওরে বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির উদ্যোগে চারাগুলো রোপণ করা হয়। এলাকার এক ঝাঁক তরুণ যুবকরা নিজ উদ্যোগে পরিবেশ আগামী প্রজন্মের জন্য চারাগুলো রোপণ করেন। সংগঠনের সভাপতি ও সাংবাদিক ওলিদ মিয়া জানান, মাধবপুর উপজেলায় গত কয়েক বছরে বেশ কয়েকজন কৃষক বজ্রপাতে মারা গেছেন। এজন্য বজ্রপাত থেকে কৃষকদেরকে রক্ষার উদ্দেশে চারাগুলো রোপণ করা হয়েছে। তিনি আরও জানান, একেকটি তালের বীজের দাম তিন টাকা। ৩শ’ চারা রোপণ করতে তাদের মাত্র দেড় হাজার টাকা খরচ হয়েছে। এক বছর পরেই বীজ থেকে গাছ গজাবে। এরপর ১০ থেকে ১৫ বছর গেলে এগুলো বড় গাছে রূপান্তরিত হবে। চারা রোপণের সময় সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com